অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার কাজ শুরু


ভারতে অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার কাজ শুরু
ভারতে অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার কাজ শুরু

ভারত সরকার বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে দেশটিতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার কাজ শুরু করেছে।

ভারত সরকার বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে দেশটিতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার কাজ শুরু করেছে।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওই তিন দেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন ও পারসি সম্প্রদায়ের মানুষদের ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার এক নির্দেশনা জারি করেছে। প্রাথমিকভাবে ওইসব সম্প্রদায়ভুক্ত যারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে গেছেন এবং গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের ১৩টি সুনির্দিষ্ট জেলায় বসবাস করেন- তারাই আবেদন করতে পারবেন। তবে এই দফায় ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোকে বাদ দেওয়া হয়েছে। ভারতের নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ’র অধীনে নয়, ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন এবং ২০০৯ সালের বিধিমালার আলোকে এই নাগরিকত্ব দেওয়া হচ্ছে।

ভারতে অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার কাজ শুরু
please wait

No media source currently available

0:00 0:02:47 0:00

বাংলাদেশের সংখ্যালঘুদের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশসহ তিন দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব প্রদানের উদ্যোগের জন্য ভারত সরকারের সমালোচনা করেছে। ঐক্য পরিষদের মহাসচিব এ্যডভোকেট রানা দাশগুপ্ত ভয়েস অফ আমেরিকাকে বলেন, এর মাধ্যমে সংখ্যালঘুদের দেশত্যাগে উৎসাহিত করা হবে। রানা দাশগুপ্ত মনে করেন, ভারতের সরকারের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়ার মধ্যদিয়ে পুরো উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ....ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG