অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে তেলের দাম বৃদ্ধি, পরিস্থিতি মোকাবেলার নতুন উদ্যোগ


India
India

তেল উৎপাদনকারী, ওপেক গোষ্ঠীভুক্ত দেশগুলি যেমন খুশি ও যখন খুশি বাড়িয়ে দেয় তেলের দাম। ভুগে মরে নিজেদের সঞ্চয়ে তেলের ভাণ্ডার না থাকা দেশগুলি। এবার ভারত ও চিন স্থির করেছে, তাদের মত আরও কয়েকটি দেশ নিজস্ব সংগঠন তৈরি করে ওপেক-এর মোকাবিলা করবে।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:01:15 0:00

বছরে যত তেল কেনা হয়, তার ১৭% কেবল চিন-ভারত-ই কেনাকাটা করে। এ ছাড়া আমেরিকার কাছ থেকেও বাড়তি তেল কেনা যেতে পারে। ইরান থেকে তেল কেনার ওপর নিষেধাজ্ঞা আমেরিকা শিথিল করলেও ওপেক-কে মোকাবিলা করবার সুবিধে হবে। যৌথ দরাদরির জোর তো সব সময় ই বেশি।

XS
SM
MD
LG