অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে দুই জনের দেহে ওমিক্রন ধরা পড়ল


ফাইল ফটো: এই চিত্রটিতে একটি প্রদর্শিত স্টক গ্রাফের সামনে সিরিঞ্জ এবং "ওমিক্রন সারস-কভ-২" শব্দগুলি দেখা যাচ্ছে।২৭ নভেম্বর ২০২১। (ফাইল ছবি-রয়টার্স/ দাদো রুভিচ)
ফাইল ফটো: এই চিত্রটিতে একটি প্রদর্শিত স্টক গ্রাফের সামনে সিরিঞ্জ এবং "ওমিক্রন সারস-কভ-২" শব্দগুলি দেখা যাচ্ছে।২৭ নভেম্বর ২০২১। (ফাইল ছবি-রয়টার্স/ দাদো রুভিচ)

ভারতে দুই জনের দেহে কোভিডের নতুন স্ট্রেন ওমিক্রন পাওয়া গেল। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটের সময় কেন্দ্রীয় সরকার এ কথা নিশ্চিৎ করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, যে দুজনের শরীরে ওমিক্রন সংক্রমণ পাওয়া গেছে তাঁরা দু'জনেই কর্ণাটকের বাসিন্দা। একজনের বয়স ৪৬ বছর ও অন্য জনের ৬৬ বছর। দু'জনই পুরুষ বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও বলেছে, এখনই এই দু'জনের পরিচয় প্রকাশ্যে আনা হবে না। এই দুই ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছেন তাদের চিহ্নিত করা হয়েছে এবং প্রত্যেকের কোভিড পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র।

ওমিক্রন নিয়ে অযথা ভয় পেতে নিষেধ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে অবশ্যই দরকার সতর্কতা। বিধিনিষেধ কড়াভাবে মেনে চলতে বলা হয়েছে।

করোনার এই নতুন স্ট্রেন এখন সারা বিশ্বেই আলোচনার শীর্ষে। কিন্তু এই স্ট্রেন আগের চেয়ে মারাত্মক কিনা তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। গবেষণা, পর্যবেক্ষণ চলছে। ওমিক্রন নিয়ে তাই এখনই বড় আতঙ্কের কারণ নেই বলেই মনে করছেন অনেকে। তবে তাই বলে স্বেচ্ছাচার একেবারেই চলবে না।

XS
SM
MD
LG