কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে অন্তত ১৭ জন মারা গেছে এবং কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার থেকে রাজ্যটিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে যার কারণে অন্তত পাঁচটি জেলায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে একটি ভবন ধ্বসে তিনজন নিহত হওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে এখন ১৭ হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা হলেও দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
এর আগে শুক্রবারে প্রবল বন্যায় একটি বাস ভেসে গেলে অন্তত এক ডজন যাত্রী মারা যায়। শনিবারও নিখোঁজ যাত্রীদের সন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলা থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে।কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন যে উদ্ধার অভিযান চলতে থাকলে এই সংখ্যা বাড়তে পারে।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে জাতীয় দুর্যোগ ত্রাণ বাহিনী মোতায়েন করা হয়েছে।স্থানীয় কর্তৃপক্ষ শতাধিক পরিবারকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ জেলা, কাদাপাতে অবিরাম বর্ষণ এবং বন্যার কারণে বৃহস্পতিবার পর্যন্ত স্থানীয় বিমানবন্দর বন্ধ রাখতে বাধ্য হন কর্মকর্তারা। কর্মকর্তারা জানিয়েছেন যে বাঁধ এবং ট্যাঙ্কে ফাটলের জন্য আরও বন্যা হয়েছে। শত শত গ্রাম জলাবদ্ধ হয়ে পড়েছে এবং অনেক বাসিন্দা তাদের বাড়িতে আটকে পড়েছে।
এই সময়ে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত অস্বাভাবিক নয়, যদিও দেশটি এই বছর একটি দীর্ঘ বর্ষা পার করছে এবং বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে জলবায়ু পরিবর্তন সমস্যাটিকে আরও তীব্র এবং প্রায় নিয়মিত করে তুলেছে।
গত সপ্তাহে, পার্শ্ববর্তী তামিলনাড়ু রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত মাসে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসে দক্ষিণ কেরালা রাজ্যে কমপক্ষে ২৪ জন লোক মারা গিয়েছে।