বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার নোয়াখালীর ভাসানচর এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন।
হেলিকপ্টার যোগে স্বরাষ্ট্র মন্ত্রী প্রথমে সকালে যাবেন ভাসান চরে। সম্প্রতি দুই দফায় স্থানান্তর হওয়া রোহিঙ্গাদের সাথে তিনি ভাসানচরে বৈঠক করবেন। এরপর দুপুরে যাবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। সেখানেও রোহিঙ্গা মাঝিদের সাথে বৈঠক করবেন মন্ত্রী।
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রাতে বসবেন ক্যাম্প ব্যবস্থাপনায় দায়িত্বরতদের সাথে।
পরদিন বুধবার সকালে মন্ত্রী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি’র এক অনুষ্টানে যোগদান শেষে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে যাবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান প্রেরিত সফরসূচীতে এই তথ্য জানা গেছে।
কক্সবাজার ক্যাম্প থেকে দুই দফায় ইতোমধ্যে ভাসানচরে স্থানান্তর হয়েছেন প্রায় চার হাজার রোহিঙ্গা।
তৃতীয় দফায় আরও কিছু রোহিঙ্গা চলতি মাসের শেষের দিকে কক্সবাজারের ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তরের কথা রয়েছে।
কক্সবাজারের ৩৪টি ক্যাম্পে বসবাস করছেন মিয়ানমার থেকে বলপুর্বক বাস্তুচ্যুত হওয়া ১০ লক্ষাধিক রোহিঙ্গা। সেখান থেকে প্রায় এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের প্রস্তুতি নিয়েছে সরকার।