অ্যাকসেসিবিলিটি লিংক

ভাসানচর থেকে পালিয়ে আসার সময় ১৪ জন রোহিঙ্গা গ্রেফতার


ভাসানচর থেকে পালিয়ে আসার সময় ১৪ জন রোহিঙ্গা গ্রেফতার
ভাসানচর থেকে পালিয়ে আসার সময় ১৪ জন রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার জেলায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের দেখতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার বাংলাদেশে চার দিনের এক সফরে ঢাকা পৌঁছেছেন। 

কক্সবাজার জেলায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের দেখতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার বাংলাদেশে চার দিনের এক সফরে ঢাকা পৌঁছেছেন।

ইউএনএইচসিআর এর এই দুই কর্মকর্তা হচ্ছেন সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগস। তাঁরা এমন এক সময়ে বাংলাদেশ সফরে এসেছেন যখন দেশটির মুল ভূখণ্ড থেকে অনেক দূরে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা একটি ছোট্ট দ্বীপ ভাসান চরে স্থানান্তর করা কিছু কিছু রোহিঙ্গা সেখান থেকে পালিয়ে কক্সবাজার ক্যাম্পে আশ্রয় নিচ্ছেন অথবা পালাতে গিয়ে বিভিন্ন যায়গায় আটক হচ্ছেন।

ভাসানচর থেকে পালিয়ে আসার সময় ১৪ জন রোহিঙ্গা গ্রেফতার
please wait

No media source currently available

0:00 0:02:00 0:00

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে রোববার ভোরে ভাসানচর থেকে পালিয়ে আসার সময় চট্টগ্রাম জেলার সন্দ্বীপে উপকুল থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ভাসানচর থেকে পালিয়ে আসা ১০ জন রোহিঙ্গাকে কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে শনিবার পুলিশ আটক করেছে বলে খবরে বলা হয়। এর বাইরেও ভাসাচর থেকে আরও কিছু রোহিঙ্গা ইতিপূর্বে পালিয়েছেন বা পালাতে গিয়ে আটক হয়েছে্ন বলে শরণার্থী নেতাদের উদ্ধৃত করে খবরে উল্লেখ করা হয়েছে । তবে রোহিঙ্গারা ভাসান চর থেকে কেন

পালিয়ে আসছেন সে বিষয়ে খবরে কিছু উল্লেখ করা হয় নাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুত্রের বরাতে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইউএনএইচসিআর এর দুই কর্মকর্তা কক্সবাজার ও ভাসানচর পরিদর্শন ছাড়াও তাঁরা সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ এবং রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

খবরে বলা হয়েছে ভাসানচরে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘকে যুক্ত করতে চায় বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে এই দুই সহকারী হাইকমিশনার ভাসানচর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

XS
SM
MD
LG