ভিয়েতনামে সহিংস প্রতিবাদ বিক্ষোভের পর ১০০র বেশী ব্যক্তিকে আটক করা হয়। বিশেষ অর্থনৈতিক এলাকার বিষয়ে প্রস্তাবিত এক আইনের বিরুদ্ধে তারা প্রতিবাদ বিক্ষোভ করে। সেখানে অনেকে আশংকা করে প্রস্তাবিত আইন চীনা কম্পানিগুলোকে বেশী সুবিধা দেবে।
বিন থুয়ান প্রদেশে স্থানীয় সরকারি সদর দফতর লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর, ঘরে তৈরি হাত বোমা ছোড়ে।
রাষ্ট্র নিয়ন্ত্রিত VN Express সংবাদ মাধ্যমে বলা হয় ১০২জনকে আটক করা হয়েছে। প্রতিবাদকারীদের সঙ্গে সংঘর্ষে বহু পুলিশ অফিসার আহত হয়।
হো চী মিন সিটিতে এবংহ্যানয় সহ ভিয়েতনামের অন্যান্য শহরেও বিক্ষোভ হয়।
প্রস্তাবিত আইনে তিনটি বিশেষ অর্থনৈতিক এলাকায় বিদেশীরা ৯৯ বছরের জন্য ভূমি ইজারা নিতে পারবে।