অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনেজুয়েলায় দুই নেতা স্পিকারের পদ দাবী করেছেন


Venezuela’s National Assembly President and opposition leader Juan Guaido tries to climb the fence to enter the compound of the Assembly in Caracas, after he and other opposition lawmakers were blocked by police from entering a session to elect new Assemb

ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুওয়াইদো এবং তাঁর প্রতিদ্বন্দ্বী এক আইন প্রণেতা লুইস পাররা সংসদের স্পিকারের পদ দাবী করেন। লুইস পাররাকে সমর্থন দিচ্ছেন সমাজতান্ত্রিক নেতা নিকোলাস মাদুরো। এর আগে দুবার পৃথক ভোট গ্রহণ হয়।

গুওয়াইদো কে সংসদে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট পারা নিজেকে স্পিকার হিসেবে ঘোষণা করেন। তিনি দাবী করেন যে ১৬৭ সদস্যের সংসদে তিনি ৮১টি ভোট পান।

বিরোধী আইন প্রণেতারা পরে এল নাসিওনাল পত্রিকার সদর কার্যালয়ে এক অধিবেশনের আয়োজন করে এবং তারা গুওয়াইদোকে পুনর্নির্বাচিত করেন । এল নাসিওনাল সংবাদপত্র হচ্ছে কারাকাসে সব শেষ পত্রিকা যেটি মাদুরো এবং ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের সমালোচনা করে থাকে। সংসদের ১৬৭ সদস্যের ১০০জন গুওয়াইদো 'র পক্ষে ভোট দেন।

XS
SM
MD
LG