অ্যাকসেসিবিলিটি লিংক

মঙ্গলবার থেকে অনুশীলনে নামছে বাংলাদেশ দল 


বাংলাদেশের ক্রিকেটারদের অনুশীলন চলছে। (ফাইল ফটো- মুনির-উজ-জামান/এএফপি)
বাংলাদেশের ক্রিকেটারদের অনুশীলন চলছে। (ফাইল ফটো- মুনির-উজ-জামান/এএফপি)

মঙ্গলবার থেকে নিউজিল্যান্ডে শুরু হবে বাংলাদেশের ক্রিকেটারদের নিজেদের প্রস্তুত করার মিশন। নিউজিল্যান্ডে অবস্থানরত টাইগার শিবিরের সবশেষ করোনা টেস্টে সবাই নেগেটিভ হয়েছেন।

নিউজিল্যান্ড থেকে ভিডিও বার্তায় খবরটি দিয়েছেন দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সুজন বলেন, "গতকাল (১৯ ডিসেম্বর) আমাদের একটি কোভিড টেস্ট ছিল এখানে। আজ সকালে রেজাল্ট এসেছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।"

যদিও অনুশীলন শুরুর কথা ছিল আরও আগেই। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর নিউজিল্যান্ডে সফরের সব সূচি ওলট-পালট হয়ে যায়। সিরিজের ভাগ্য ঝুলছিল ক্রিকেটারদের করোনা টেস্টের ওপর। এই টেস্টে নেগেটিভ হওয়াতে সব শঙ্কার অবসান হলো।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কিউই সফরে রয়েছে বাংলাদেশ। আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্ট মাঠে গড়াবে।

XS
SM
MD
LG