অ্যাকসেসিবিলিটি লিংক

মস্কোর শেরেমেতিয়েভ বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, অন্তত ৪১জন নিহত


This image taken from a video distributed by Russian Investigative Committee on Sunday, May 5, 2019, shows the Sukhoi SSJ100 aircraft of Aeroflot Airlines on fire, at Sheremetyevo airport, outside Moscow, Russia.
This image taken from a video distributed by Russian Investigative Committee on Sunday, May 5, 2019, shows the Sukhoi SSJ100 aircraft of Aeroflot Airlines on fire, at Sheremetyevo airport, outside Moscow, Russia.

রাশিয়ার যাত্রীবাহী একটি বিমান যেটি রবিবার মস্কোতে জরুরী অবতরণের সময় আগুন ধরে যায়, সেটির পাইলট বলেছেন বজ্রপাতের কারণে বিমানে আগুন ধরে। দুর্ঘটনায় অন্তত ৪১ জন প্রাণ হারায়।

সোমবার বিমান চালক ডেনিস এভডকিমভের উদ্ধৃতি দিয়ে রুশ সংবাদ মাধ্যমে বলা হয় “বজ্রপাতের কারণে আমরা বেতার সংযোগ হারিয়ে ফেলি।” পাইলট সুস্পষ্ট ভাবে বলেননি বিমানটির উপর সরাসরি বজ্রপাত হয়েছি কিনা।

রাশিয়ার তদন্ত কমিটি বলেছে মস্কোর শেরেমেতিয়েভ বিমানবন্দরে যে সুখোই সুপারজেট-১০০ যাত্রীবাহী উড়োজাহাজটি বিধ্বস্ত হয় সে বিষয়ে তারা ফৌজদারী তদন্ত শুরু করেছে। রবিবার সন্ধ্যায় বিমানটি শেরেমেতিয়েভ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ও পরপরই ঘুরে এসে অবতরণ করতে চেষ্টা করে।

উড়োজাহাজটির মস্কো থেকে উত্তরাঞ্চলীয় শহর মুরমাস্কে যাওয়ার কথা ছিল।

XS
SM
MD
LG