অ্যাকসেসিবিলিটি লিংক

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে


Maldivians queue at a polling station during presidential election day in Male, Sept. 23, 2018.
Maldivians queue at a polling station during presidential election day in Male, Sept. 23, 2018.

রবিবার মালদ্বীপে ভোটাররা বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে।

রাজধানী মালেতে প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন এবং বিরোধী প্রার্থী ইব্রাহিম মোহামেদ সোলিহ ভোরেই ভোট দেন।

ইয়ামিন ৫ বছরের দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জয়ী হবেন বলেই সকলে অনুমান করছে কারণ তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীরা কারাবন্দী বা নির্বাসিত। এবছর গোড়ার দিকে তিনি দেশে জরুরী অবস্থা জারি করেছেন। তার আগে, আটক রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে তিনি অস্বীকার করেন।

১০০০এর বেশি দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত। ৪লক্ষ নাগরিকের এক তৃতীয়াংশই থাকে মালেতে।

XS
SM
MD
LG