মিশরের গিজা ও সানায় ৩টি পৃথক অভিযানে মিশরীয় সেনাবাহিনীর হাতে ৪০ জন জঙ্গী মারা পড়েছে।
গিজায় একটি পর্যটক বাসের ওপর জঙ্গীদের বোমা হামলায় ৩ ভিয়েতনামী পর্যটক ও তাদের গাইড মারা যাওয়ার একদিন পর এই ঘটনা ঘটলো। ঐ হামলায় বাসে থাকা আরো ১১ ভিয়েতনামী পর্যটক ও বাস ড্রাইভার আহত হয়।