অ্যাকসেসিবিলিটি লিংক

মিস আমেরিকার মুকুট জিতলেন কোরিয়ান আমেরিকান এমা ব্রয়েলস


মিস আমেরিকা শিরোপা জয়ী প্রথম কোরিয়ান আমেরিকান এবং প্রথম আলাস্কান এমা ব্রয়েলস মুকুট পরার সময় তার অনুভূতি প্রকাশ করছেন। ১৬ ডিসেম্বর ২০২১। (ছবি-এপি/জেসিকা হিল)
মিস আমেরিকা শিরোপা জয়ী প্রথম কোরিয়ান আমেরিকান এবং প্রথম আলাস্কান এমা ব্রয়েলস মুকুট পরার সময় তার অনুভূতি প্রকাশ করছেন। ১৬ ডিসেম্বর ২০২১। (ছবি-এপি/জেসিকা হিল)

সদ্য মুকুট পরা মিস আমেরিকা প্রতিযোগিতার ১০০ বছরের ইতিহাসে প্রথম কোরিয়ান আমেরিকান এবং প্রথম আলাস্কান যিনি শিরোপা জিতে ইতিহাস তৈরি করেছেন।

প্রতিযোগিতায় শিরোপা জেতার ১২ ঘণ্টা পর কানেটিকাট থেকে জুম কলে শুক্রবার অ্যাসোসিয়েটেড প্রেসকে উজ্জ্বল চেহারায় এমা ব্রয়েলস বলেন, "আমি কয়েক লক্ষ বছরে্র মধ্যে কখনো কল্পনাও করতে পারতাম না যে আমি মিস আমেরিকা হবো। মিস আলাস্কা হবো তাও কখনো ভাবিনি।"

তিনি নিশ্চিত ছিলেন যে তাদের কোন ভুল হয়েছে। চূড়ান্ত দুই প্রতিযোগী ছিলেন ব্রয়েলস এবং মিস আলাবামা, লরেন ব্র্যাডফোর্ড। ব্রয়েলসের মতে ব্র্যাডফোর্ড মিস আমেরিকা হলে চমৎকার হবে।

আবেগে আপ্লুত, আনন্দে অশ্রুসিক্ত ব্রয়েলস বলেন, "তারপরে তারা ঘোষণা করে আলাস্কা, আমি তখন বলেছিলাম, হতেই পারে না, আপনি কি নিশ্চিত? আপনি কি কার্ডটি আবার ভালো করে দেখবেন?'

ব্রয়েলস বলেন, "আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা আমাকে এতদিন ধরে সমর্থন করে আসছে। আমি খুব আনন্দিত যে আমি ইতিহাসে প্রথমবারের মতো আলাস্কা রাজ্যে মিস আমেরিকার খেতাবটি জিতে নিয়ে আসতে পেরেছি।"

১৯২১ সালে প্রথম নিউ জার্সির আটলান্টিক সিটিতে একটি সৌন্দর্য প্রতিযোগিতা হিসাবে শুরু হয়েছিল মিস আমেরিকা প্রোগ্রামটি। ব্রয়েলস হচ্ছেন ৯৪তম মিস আমেরিকা।

এই প্রতিযোগিতায় বাহ্যিক সৌন্দর্য থেকে সরে গিয়ে এখন নেতৃত্ব, প্রতিভা ও যোগাযোগ দক্ষতার উপর মূল্যায়ন করা হয়ে থাকে, গত বছর মহামারীর কারণে তা অনুষ্ঠিত হয়নি। ‘এর আগে ১৯২০ এর দশকের শেষ এবং ১৯৩০ দশকের শুরুতে বেশ কয়েক বছর ধরে অনুষ্ঠিত হয়নি।

XS
SM
MD
LG