অ্যাকসেসিবিলিটি লিংক

মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে


Mexico elections - AMLO
Mexico elections - AMLO

রবিবার সকালে মেক্সিকোতে ভোটকেন্দ্রগুলো খুলেছে। দেশের জনগন বিদায়ী প্রেসিডেন্ট এনরিকে পেনিয়া নিয়েটো’র স্থলে নতুন প্রেসিডেন্ট নির্বচনের জন্য ভোট দিচ্ছে।

মেক্সিকো নাগরিকরা নতুন প্রেসিডেন্ট ছাড়াও কংগ্রেসের উভয় কক্ষে এবং ৯জন গভর্নর নির্বাচনের জন্য ভোট দেবে। নির্বাচনের আগে অন্তত ১০০জন রাজনীতিক নিহত হন সহিংসতায়।

জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে বামপন্থী রাজনীতিক অ্যানদ্রেস মানুয়েল লোপেজ অব্রাডোর যিনি ব্যাপক ভাবে AMLO নামেও পরিচিত, তিনি অনেক এগিয়ে আছেন।

National Registration Movement (MORENA) দলের ৬৪ বছর বয়স্ক লোপেজ অব্রাডোর, ব্যাপক পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

লোপেজ অব্রাডোর এর প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন National Action Partyর রিকার্ডো আনায়া।

XS
SM
MD
LG