মধ্য আমেরিকান দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় মেক্সিকো সীমান্তে যে অভিবাসির কাফেলা তাতে ২ হাজার ৩০০ শিশু রয়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী ওই কাফেলায় শিশুরা ভয়াবহ সমস্যার মুখোমুখি পড়েছেন। তীব্র গরম, মৌলিক চাহিদার অভাব এবং পথে ও খোলা আকাশের নীচে নানা সংকটে বিপর্যস্ত ওইসব শিশুরা। লিসা স্লাইনের রিপোর্ট থেকে তথ্য নিয়ে সৈয়দ মো: উল্লাহর সঙ্গে কথা বলে রিপোর্ট করছেন সেলিম হোসেন।