ম্যারাডোনার দু’কানে হীরের দুল, দু’হাতের কব্জিতে দুটি ঘড়ি, হাতে উল্কি, ঠোঁটে সিগার—এসবই চেনা ছবি। কিন্তু সেই কিংবদন্তী প্রয়াত দিয়েগো আরমান্দো ম্যারাডোনার একটি ঘড়ি চুরি হয়ে গিয়েছিল কয়েক মাস আগে। সেই ঘড়ি মিললো ভারতে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইট করে লিখেছেন, আন্তর্জাতিক সহযোগিতায় অসমের শিবসাগর জেলার পুলিশ ওয়াজিদ হুসেন নামের একজনকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ঘড়িটি।
ম্যারাডোনার মৃত্যুর পর দুবাইয়ের একটি সংগ্রহশালায় ঘড়ি-সহ মারাদোনার অনেক সামগ্রী রাখা ছিল। জানা গিয়েছে, এই ওয়াজিদ দুবাইয়ের ওই সংগ্রহশালায় সিকুরিটি গার্ডের কাজ করত। অভিযোগ হচ্ছে, কয়েক মাস আগে ঘড়ি চুরি করে অসমে পালিয়ে আসে সে। তারপর থেকে শিবসাগরেই ছিল। কিন্তু দুবাই সরকার ভারত সরকারের মাধ্যমে অসমকে জানায়, ঘড়ি চুরি যাওয়ার পর থেকে এক নিরাপত্তারক্ষী কাজ ছেড়ে দেয়। তার বাড়ি অসমে। এরপরেই খোঁজ শুরু করে পুলিশ। এদিন ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে।