বিএনপির নেতৃত্বাধীন এবং ড. কামাল হোসেনকে শীর্ষ নেতা করে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ বলেছেন- এখনো গ্রেফতার চলছে, হাজার হাজার নেতাকর্মীকে আসামি করে তাদের ভাষায়, গায়েবী মামলা দেয়া হচ্ছে; নির্বাচন কমিশন ইভিএম-এর প্রতি প্রবল আগ্রহ দেখানোসহ সার্বিকভাবে একপেশে আচরণ করছে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগের পরিস্থিতি এখনো বিদ্যমান নয় বলে দাবি করেছেন। শুক্রবার অপরাহ্নে ঢাকায় জাতীয় দৈনিকের সম্পাদকবৃন্দ, বৈদেশিক সংবাদ মাধ্যমের ঢাকাস্থ কয়েকজন প্রতিনিধি এবং সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ ওই অভিযোগ উত্থাপন করেন।
বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিবেশ, পরিস্থিতি কোনোক্রমেই অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য অনুকুল নয়। ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, যতোই বাধাবিঘ্ন আসুক, বাধার সৃষ্টি করা হোক না কেন, আমরা নির্বাচন করবো এবং নির্বাচনে থাকবো। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান বিদ্যমান পরিস্থিতিতে সত্যিকার অর্থেই কঠিন চ্যালেঞ্জের বিষয়।....ঢাকা থেকে আমীর খসরু