অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের কারাগারে মারা গেছে আরো এক গুয়াতেমালান শিশু


যুক্তরাষ্ট্রের সীমান্ত রক্ষীদের কারাগারে মারা গেছে আরো একজন গুয়াতেমালান শিশু। আট বছর বয়সী ফেলিপ গোমেজ এ্যালোজো ক্রিসমাসের রাতেই মারা যায়। কিছুদিন আগে মারা যায় ৭ বছর বয়সী এক কন্যা শিশু।

যুক্তরাস্ট্রের কাস্টম ও বর্ডার পেট্রোল কর্তৃপক্ষ জানায় ফেলিপ গোমেজ ও তার বাবা অগাস্টিন গোমেজ জেলে থাকা অবস্থায় সোমবার অসুস্থ হয়ে পড়ে। নিউ মেক্সিকোর এ্যালামোগোর্ডো হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা পরীক্ষা করে দেখেন ফেলিপের ঠান্ডা জ্বর হয়েছে। তাকে কিছূ ওষুধ দিয়ে হাসপাতাল থেকে ফেরত পাঠানো হয়।

সোমবার রাত থেকে ছেলেটি বমি করতে থাকে এবং শ্বাষকস্ট হয়। তাকে হাসপাতালে নেয়ার পর মারা যায়। গুয়াতেমালা সরকার হোমল্যান্ড সিকিউরিটির কাছে এই মৃত্যুর তদন্ত দাবী করেছে।

ঘটনার পর কতৃপক্ষ জেলে থাকা সব শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নিয়েছে। তাদেরকে টেক্সাসের এল পাসোয় আরো ভালো ব্যবস্থায় রাখার উদ্যোগ নেয়া হচ্ছে।

ইতিমধ্যেই গুয়াতেমালার সান এ্যাটন্টোনিও সেকোর্টেজ গ্রামে ৭ বছরের মেয়ে জ্যাকেলিন কালের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ৮ই ডিসেম্বর সে মারা যায়। জ্যাকেলিন তারা বাবা নেরি কালের সঙ্গে মধ্য আমেরিকান অভিবাসির বহরের সঙ্গে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রের জেলে অবস্থান করছিলো। কি কারনে সে অসুস্থ হয়েছিল তা জানা যায়নি।

XS
SM
MD
LG