উত্তর কোরিয়া ২০২০ সালে আরও উষ্কানি দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হয়ত ভুল কৌশল অবলম্বন করছেন বিশেষ করে তিনি যদি মনে করেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পুনর নির্বাচনের সম্ভাবনায় তিনি প্রভাব রাখতে পারবেন।
পারমাণবিক আলোচনায়, যুক্তরাষ্ট্র যাতে আরও ছাড় দেওয়ার প্রস্তাব দেয়, সে জন্য উত্তর কোরিয়া এ বছরের শেষ নাগাদ চুড়ান্ত সময়সীমা দিয়েছে। তারা কথিত “বড়দিনের উপহার” দেওয়ার এক ইঙ্গিত দিয়েছে। সম্ভবত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে তারা। ট্রাম্প এবং কিম এর মধ্যে প্রায় দু বছরের যে কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে তাতে টানাপোড়েন দেখা দিতে পারে।