অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ব্রেট ক্যাভেন শপথ গ্রহণ করেছেন


Chief Justice John Roberts administers the constitutional oath to Brett Kavanaugh at the Supreme Court building in Washington, Oct. 6, 2018, with the new justice's wife, Ashley, holding the Bible and their daughers looking on. (F. Schilling/Collection of
Chief Justice John Roberts administers the constitutional oath to Brett Kavanaugh at the Supreme Court building in Washington, Oct. 6, 2018, with the new justice's wife, Ashley, holding the Bible and their daughers looking on. (F. Schilling/Collection of

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ব্রেট ক্যাভেন শপথ গ্রহণ করেছেন। এই আইনজ্ঞের নিয়োগের ফলে, দেশের ৯ বিচারকের সর্বোচ্চ আদালতে, রক্ষণশীলরা সংখ্যাগরিষ্ঠতা পাবে। আগামী কয়েক দশকে আদালতের সব রায় প্রাভাবিত হবে বলে মনে করা হচ্ছে।

প্রধান বিচারপতি জন রবার্টস ৫৩ বছর বয়স্ক ক্যাভেনকে শপথ বাক্য পাঠ করান। শনিবার সেনেট, ক্যাভানোর মনোনয়ন ৫০-৪৮ ভোটে অনুমোদন করার কয়েক ঘন্টা পরেই এক একান্ত অনুষ্ঠানে ক্যাভেন শপথ গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের ৯ সদস্যের সুপ্রিম কোর্টে বিচারকদের অবসরের কোনো বয়সসীমা বেঁধে দেওয়া হয়নি। অর্থাৎ, বিচারপতি ক্যাভানো চাইলে মৃত্যু পর্যন্ত ওই দায়িত্বে থাকতে পারবেন।

People protest on the steps of the Supreme Court after the confirmation vote of Supreme Court nominee Brett Kavanaugh, on Capitol Hill, Oct. 6, 2018 in Washington.
People protest on the steps of the Supreme Court after the confirmation vote of Supreme Court nominee Brett Kavanaugh, on Capitol Hill, Oct. 6, 2018 in Washington.

​যুক্তরাষ্ট্রের ইতিহাসে সব চাইতে বিতর্কিত মনোনয়নের অনতম ছিল ক্যাভেনর মনোনয়ন। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল দ্বিধাবিভক্ত। ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন ব্ল্যাসি ফোর্ড ক্যাভেনর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। ওই অভিযোগ তিনি অস্বীকার করেন। কিন্তু শেষ পর্যন্ত সেনেট মনোনয়ন অনুমোদন করে।

প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এটি একটি বড় বিজয় হিসেব দেখা হচ্ছে।

শনিবার সেনেটে ভোটাভুটির আগে ওয়াশিংটন ক্যাপিটলে জড়ো হয়ে ক্যাভানর মনোনয়নের বিরোধিতায় বিক্ষোভ করে শত শত মানুষ। এমনকি ভোটের সময় সেনেটের পাবলিক গ্যালারি থেকেও ‘শেইম শেইম’ বলে চিৎকার করতে থাকেন অনেকে। শৃঙ্খলা ফেরাতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে বার বার হস্তক্ষেপ করতে হয়।

XS
SM
MD
LG