অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে দাবদাহ, তাপমাত্রা আরও বাড়বে


Russ Wilson splashes water on his face from a fountain in New York, July 17, 2019. The heat wave that has been roasting much of the U.S. in recent days is just getting warmed up, with temperatures expected to soar to dangerous levels.
Russ Wilson splashes water on his face from a fountain in New York, July 17, 2019. The heat wave that has been roasting much of the U.S. in recent days is just getting warmed up, with temperatures expected to soar to dangerous levels.

যুক্তরাষ্ট্রের বিশাল এলাকা জুড়ে এখন দাবদাহ।

উত্তরপূর্ব এবং মধ্যপশ্চিমাঞ্চলীয় এলাকায় উচ্চ তাপমাত্রা আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে। সপ্তাহান্তে রেকর্ড মাত্রা ছাড়িয়ে যাবে এবং লোকজনকে সতর্ক করে দেওয়া হচ্ছে তারা যেন যথেষ্ট পানি পান করেন।

আবহবিদরা বলেছেন ৮ কোটি ৭০ লক্ষ মানুষের বসতি এলাকায় শনিবার তাপমাত্রা রেকর্ড মাত্রা ছাড়িয়ে যাবে।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা তেতাল্লিশ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস হবে বলে অনুমান করা হচ্ছে।

XS
SM
MD
LG