অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র এবং তালেবান তাদের আট দফার আলোচনা শেষ করেছে


Taliban delegation in Qatar
Taliban delegation in Qatar

যুক্তরাষ্ট্র এবং তালেবান তাদের আট দফার আলোচনা শেষ করেছে। আলোচনার লক্ষ্য হচ্ছে আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধ শেষ করার বিষয়ে একমত হওয়া এবং আন্ত আফগান শান্তি আলোচনা শুরু করার প্রস্তুতি নেওয়া।

তালেবানের এক মুখপাত্র ঘোষণা করে যে কাতারে ৯ দিনের আলোচনা সোমবার ভোর হওয়ার আগেই শেষ হয়। সারা বিশ্বে মুসলমানরা যখন ঈদুল আযহা উদযাপন শুরু করে তখনও আলোচনা অব্যাহত ছিল।

জাবিউল্লাহ মুজাহিদ এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন আলোচনা ছিল জটিল ও কার্যকর। উভয় পক্ষ এবিষয়ে একমত হয় যে পরের পদক্ষেপের বিষয়ে নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করা হবে।

তিনি বা আমেরিকান আলোচক জালমে খালিলজাদ বিদ্রোহী গ্রুপের সঙ্গে আলোচনার ফলাফল বিষয়ে কিছু জানাননি।

XS
SM
MD
LG