স্ব-আরোপিত চুড়ান্ত সময়-সীমার আগে শেষ মুহুর্ত পর্যন্ত জোরালো আলোচনার পর, যুক্তরাষ্ট্র ও ক্যানেডা’র কর্মকর্তারা রবিবার রাতে, মেক্সিকো’র সঙ্গে তৃপাক্ষিক বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছেন। পুর্বেকার উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি যা ন্যাফটা নামে পরিচিত তার স্থলে এই নতুন চুক্তি অর্জিত হলো।
U.S.-Mexico-Canada Agreement (USMCA) অর্থাৎ যুক্তরাষ্ট্র মেক্সিকো ক্যানেডা চুক্তি, ৬০ দিনের মধ্যে রাষ্ট্র প্রধানরা সাক্ষর করবেন বলে অনুমান করা হচ্ছে। এই চুক্তির অধীনে তিন দেশের মধ্যে ১লক্ষ ২০ হাজার কোটি ডলারের বাণিজ্য হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার নতুন চুক্তির প্রশংসা করেন এবং বলেন তিনটি দেশের জন্যই এটি ভাল চুক্তি এবং এটি ন্যাফটার যে ভুল ত্রুটি ছিল তার সমাধান করেছে।