অ্যাকসেসিবিলিটি লিংক

রাজশাহীতে নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরণ


Dhaka, Bangladesh
Dhaka, Bangladesh

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন নিয়ে ক’দিন থেকে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে শব্দের লড়াই চলছিল। এ নিয়ে কিছুটা উত্তাপও লক্ষ্য করা যায়। এর মধ্যে মঙ্গলবার সকালে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের একটি নির্বাচনী পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:35 0:00

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও বাংলাভিশনের একজন সাংবাদিকসহ ৭ জন আহত হয়েছেন। আগামী ৩০শে জুলাই এই তিন সিটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ককটেল বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। তবে আওয়ামী লীগ-বিএনপি উভয়কেই এই ঘটনার জন্য দায়ী করেছে। সকাল পৌনে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু যখন পথসভায় বক্তৃতা করছিলেন তখনই তিনটি মোটর সাইকেল যোগে কয়েকজন মুখোশধারী ককটেল বিস্ফোরণ ঘটায়। এর ফলে পথসভা প- হয়ে যায়। বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, খুলনা ও গাজীপুরের ভোটারদের মধ্যে ক্ষমতাসীনরা আতঙ্ক সৃষ্টি করে ভোট ডাকাতি করেছিল। এখানেও তারা করতে চায়। এই অভিযোগ খ-ন করেন আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ভোটারদের মধ্যে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটা দেখে বিএনপি আতঙ্কিত হয়ে নিজেরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখার আলম বলেন, এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ওদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, সিটি নির্বাচনে অনিয়ম হলে বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবে না বাংলাদেশ।

XS
SM
MD
LG