অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া আরও এস ৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তুরস্ককে


Military vehicles and equipment, parts of the S-400 air defense systems, are unloaded from a Russian transport aircraft, at Murted military airport in Ankara, Turkey, July 12, 2019.
Military vehicles and equipment, parts of the S-400 air defense systems, are unloaded from a Russian transport aircraft, at Murted military airport in Ankara, Turkey, July 12, 2019.

রাশিয়া দ্বিতীয় দিনের মত, তুরস্কে এস ৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে। এই পদক্ষেপের ফলে তুর্কী আমেরিকান সম্পর্কের ক্ষতি হতে পারে এবং নেটো মিত্র জোটের এক গুরুত্বপূর্ণ সদস্যের হাতে সর্বাধুনিক রুশ সামরিক প্রযুক্তি এসে গেল।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এক চতুর্থ রুশ মালবাহী বিমান শনিবার, এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম, রাজধানী আংকারার বাইরে মুর্তেদ বিমান ঘাঁটিতে সরবরাহ করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তা করা হয়।

শুক্রবার রাশিয়ার একটি পরিবহন বিমান, ২২০ কোটি ডলারের রাশিয়ার এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান সরবরাহ করে। এর ফলে ব্রাসেলস থেকে ওয়াশিংটন পর্যন্ত উদ্বেগ সৃষ্টি হয়।

XS
SM
MD
LG