অ্যাকসেসিবিলিটি লিংক

রাস্তার ধারে বৃক্ষনিধন; পশ্চিমবঙ্গ সরকারকে গাছ লাগিয়ে ছবি জমা দিতে বলল আদালত


গাছ কাটছেন একজন কর্মী।
গাছ কাটছেন একজন কর্মী।

বৃক্ষনিধনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে বলল জাতীয় পরিবেশ আদালত। চাকদহ-বনগাঁ রোডের দুধারে গাছ কাটার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক পরিবেশকর্মী। সেই মামলার রায়েই একথা বলেছে আদালত।

মামলাকারীর অভিযোগ, চাকদহ-বনগাঁ রোডের দুই পাশে নির্বিচারে কয়েক হাজার গাছ কেটে ফেলা হয়েছে। এতে পরিবেশের অত্যধিক ক্ষতি হচ্ছে। কোনও পারিশ্রমিক ছাড়াই এই মামলা আদালতে লড়েছেন আইনজীবী মুকুল বিশ্বাস। মামলার রায়ে জাতীয় পরিবেশ আদালত জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ওই রাস্তায় অবিলম্বে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণের পর তার ছবি তুলে আদালতে হলফনামা জমা করতে হবে। আদালতের এই রায়কে সাধুবাদ জানিয়েছেন মামলাকারী ও পরিবেশকর্মীরা। রাজ্য সরকারের সড়ক উন্নয়ন পর্ষদ আদালতকে জানিয়েছে মোট ২৫ হাজার গাছ লাগাতে হবে। ২০২২ সালের আগস্ট মাসের মধ্যেই এই সমস্ত গাছ লাগিয়ে ফেলার কাজ সম্পন্ন হয়ে যাবে।

XS
SM
MD
LG