অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত


বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইনে স্বেচ্ছায় বৃহস্পতিবার থেকে প্রত্যাবাসন শুরুর সব প্রস্তুতি সম্পন্ন করার পরেও রোহিঙ্গাদের পক্ষ থেকে আপত্তির কারণে প্রত্যাবাসন কাজ শুরু করা যায়নি।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৩০টি রোহিঙ্গা পরিবারের ১৫০ জনকে স্বেচ্ছায় প্রত্যাবাসনের সকল প্রস্তুতি-কার্যক্রম সম্পন্ন করা এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের প্রত্যাবাসন কেন্দ্রে বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত কর্মকর্তারা অপেক্ষা করলেও, রোহিঙ্গারা মিয়ানমারের পক্ষ থেকে নাগরিকত্ব প্রদান নিশ্চিত করা এবং ফিরে যাওয়ার মতো পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি যথাযথ নেই বলে প্রত্যাবাসনে রাজি হননি।

ঢাকায় বিশ্লেষক-বিশ্লেষজ্ঞ ও পর্যবেক্ষকগণ এই পরিস্থিতিকে প্রত্যাবাসন প্রক্রিয়ার কর্তৃপক্ষীয় ব্যবস্থাপনাগত ত্রুটি বলে উল্লেখ করেছেন। প্রত্যাবাসন কার্যক্রম শুরু না হওয়ার কারণ বিশ্লেষণ করেছেন রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার এবং প্রত্যাবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক আসীফ মুনীর।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:05:49 0:00

XS
SM
MD
LG