অ্যাকসেসিবিলিটি লিংক

লেজার ফিজিক্সে অনবদ্য অবদান রাখায় পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিনজন


লেজার ফিজিক্সে অনবদ্য অবদান রাখায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার তিনজনকে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

যুক্তরাস্ট্রের আর্থার আশকিন, ফ্রান্সের জিরার্ড মাওরো এবং কানাডার ডনা স্ট্রিকল্যান্ড এ পুরস্কার পেলেন। রয়্যাল সুইডিশ একাডেমী অব সাইন্স পুরস্কারের ১ মিলিয়ন ডলার অর্থাৎ ১০ লক্ষ ডলারের অর্ধেক দিয়েছে আশকিনকে, বাকী অর্থ অপর দুজনকে ভাগ করে দেয়া হয়।

সুইডিশ রয়েল একাডেমি জানায়, আর্থার আসকিন ‘অপটিক্যাল টুইজারের’ উন্নয়ন করেছেন, যা ভাইরাসের মতো অতিক্ষুদ্র কণার কোনো ক্ষতি না করেই, সেগুলোকে আঁকড়ে ধরতে পারে।

অন্যদিকে জেরার্ড মোরো এবং ডোনা স্ট্রিকল্যান্ড খাটো ও তীব্র লেজার পালস উন্নয়নে সাহায্য করেছেন, যা শিল্প কারখানা ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।

XS
SM
MD
LG