অ্যাকসেসিবিলিটি লিংক

শক্তিশালী হারিকেন ডোরিয়েন সোমবার গ্র্যান্ড বাহামা দ্বীপের উপরে প্রায় থেমে আছে


Hurricane Dorian
Hurricane Dorian

শক্তিশালী হারিকেন ডোরিয়েন সোমবার গ্র্যান্ড বাহামা দ্বীপের উপরে প্রায় থেমে আছে এবং হাজার হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়ে গেছে। প্রলয়ঙ্করী ঐ হারিকেনের তাণ্ডবে জলোচ্ছ্বাস আর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে তীরবর্তী এলাকা।

আবহবিদরা ওই ঝড়কে সর্বনাশা ও বিধ্বংসী বলে আখ্যায়িত করেছেন। তারা ভবিষ্যৎ বাণী করেছেন সারাদিনই সেখানে প্রচন্ড বৃষ্টি হবে প্রায় ষাট সেন্টিমিটার পর্যন্ত এবং ঘন্টায় ২৫০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে।

সব শেষ খবরে বলা হযেছে বাতাসের বেগ একটু কমেছে এবং হারিকেন ডোরিয়েন এখন ৪ মাত্রার ঝড়ে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র বলেছে ডোরিয়েন ঘন্টায় ২ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং বর্তমানে ঝড়ের কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডের ফ্লোরিডা রাজ্যের ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

XS
SM
MD
LG