অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রীলংকার সংসদ বিলুপ্তির ফরমান ডিসেম্বর পর্যন্ত মুলতুবি


শ্রীলংকার শীর্ষ আদালত সংসদ বিলুপ্ত করবার যে ফরমান জারি করা হয়েছিলো প্রেসিডেন্টের পক্ষ থেকে সেটা স্থগিত করে দিয়ে বলেছে – বুধবার যে সাংসদদেরকে অধিবেশনে মিলিত হওয়ার আহ্বান জানানো হয়েছিলো সে ফরমানটাই এখন বলবত রইলো। আদালেতের রায়ে বলা হয়েছে- গত শুক্রবার প্রেসিডেন্ট মাইথ্রীপালা সিরিসেনা যে সংসদ বিলুপ্তির ফরমান জারি করেছিলেন, সাত ডিসেম্বর প্রযন্ত সেটা মুলতুবি রইবে।

অক্টোবরের ২৬ তারিখে প্রেসিডেন্ট সিরিসেনা হঠাত করেই প্রধানমন্ত্রী রাণীল য়িক্রেমেসিংহেকে বরখাস্ত করে সে যায়গায় পূর্বতন শক্তিধর ব্যক্তিত্ব মাহিন্দা রাজাপাকসেকে বসিয়ে দেন। একদিন পরেই তিনি সংসদ মুলতুবি করে রাজাপাকসেকে দৃশ্যত: সাংসদদের সমর্থন সংগ্রহের জন্যে সময় করে দেন। পরে তিনি বুধবার সংসদের অধিবেশন ডাকেন এবং গত শুক্রবারেই সংসদ বিলুপ্ত করে জানুয়ারীতে নতুন নির্বাচনের ডাক দেন। য়িক্রেমেসিংহে পদত্যাগ করতে অসম্মতি জানান।

বিরোধী দলীয় সাংসদ আজিত পেরেরা বলেছেন- সংসদ বসবে বুধবারদিন- এটা প্রমান করতে যে সংখ্যাগরিষ্ঠ সাংসদদের সমর্থন য়ুক্রেমেসিংহের পক্ষেই রয়েছে।

XS
SM
MD
LG