অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রীলঙ্কা, মহিলাদের সব ধরনের মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করেছে


A Muslim woman wearing a hijab walks through a street near St Anthony's Shrine, days after a string of suicide bomb attacks across the island on Easter Sunday, in Colombo, Sri Lanka, April 29, 2019.
A Muslim woman wearing a hijab walks through a street near St Anthony's Shrine, days after a string of suicide bomb attacks across the island on Easter Sunday, in Colombo, Sri Lanka, April 29, 2019.

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে যে বিস্ফোরণের ঘটনা ঘটে, দেশের জনগন তার প্রভাব কাটিয়ে উঠতে চেষ্টা করছে। ওদিকে শ্রীলঙ্কা সরকার, জরুরি বিধির আওতায় সে দেশে মহিলাদের সব ধরনের মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করেছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, সোমবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। প্রায় এক সপ্তাহ আগে ইস্টার সানডেতে গীর্জা ও হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণে ২৫০জনের বেশী মানুষ নিহত হয়।

কর্মকর্তারা বলেন শনাক্ত করার প্রক্রিয়ায় এই নতুন পদক্ষেপ নিরাপত্তা বাহিনীকে সাহায্য করবে। ওদিকে যারা বিস্ফোরণের জন্য দায়ী তাদের খোঁজ অব্যাহত রযেছে।

XS
SM
MD
LG