অ্যাকসেসিবিলিটি লিংক

সাংবাদিকদের কারাদন্ডের বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ


Myanmar press freedom advocates and youth activists hold a demonstration demanding the freedom of two jailed Reuters journalists Wa Lone and Kyaw Soe Oo in Yangon, Myanmar September 16, 2018. REUTERS/Ann Wang - RC1F401818F0
Myanmar press freedom advocates and youth activists hold a demonstration demanding the freedom of two jailed Reuters journalists Wa Lone and Kyaw Soe Oo in Yangon, Myanmar September 16, 2018. REUTERS/Ann Wang - RC1F401818F0

রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের কারাদন্ড দেওয়ার প্রতিবাদে, রবিবার মিয়ানমারের সবচাইতে বড় শহরে, বিপুল সংখ্যক শিখ্যার্থী, সক্রিয়কর্মী, এবং সাংবাদিকরা বিক্ষোভ করে।

সাংবাদিক ওয়া লোন এবং কিওয়া সো উকে গত ডিসেম্বর মাসে গ্রেপ্তার করা হয়। এর আগে ইয়াংগুনে এক রেস্তোরায় তারা দুই পুলিশ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পুলিশ অফিসাররা তাদের হাতে কিছু নথিপত্র তুলে দেন। তার পর পরই তাদেরকে গোপন তথ্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

দু সপ্তাহ আগে ওই দুই সাংবাদিককে ৭ বছরের কারাদন্ড দেওয়া হয়।

বিক্ষোভকারীরা দুই সাংবাদিকের ছবি সহ কালো বেলুন আকাশে ছেড়ে দেয়। বিক্ষোভকারীরা স্লোগান দেয় ও ব্যানার বহন করে।

XS
SM
MD
LG