অ্যাকসেসিবিলিটি লিংক

২০১৮ সালে আফগানিস্তানের অর্থনীতি মাত্র ১.৮ শতাংশ হারে বেড়েছে


বিশ্বব্যাংকের হিসাব অনুসারে আফগানিস্তানের অর্থনীতি ২০১৮ সালে মাত্র ১.৮ শতাংশ হারে বেড়েছে। এর কারন যুদ্ধ, ক্ষরা, এবং রাজনৈতিক অস্থিতিশলতা এবং এতে করে দেশটিতে দারিদ্র বাড়ছে।

বিশ্বব্যাংকের হিসাব অনুসারে আফগানিস্তানের অর্থনীতি ২০১৮ সালে মাত্র ১.৮ শতাংশ হারে বেড়েছে। এর কারন যুদ্ধ, ক্ষরা, এবং রাজনৈতিক অস্থিতিশলতা এবং এতে করে দেশটিতে দারিদ্র বাড়ছে।

ব্যাংকের রিপোর্টে বলা হয় দেশিটর নিরাপত্তা অবস্থার টেকসই ও বলিষ্ঠ উন্নয়ন না হলে অর্থনীতি ভালো হবে না। কমবে না দারিদ্রও। তালিবানের সঙ্গে রাজনৈতিক সমঝোতা হলে অর্থনীতিতে গতি বাড়তে পারে বলে বিশ্বব্যাংকের রিপোর্ট উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তালেবান ও আফগান সরকারের মধ্যে সমঝোতা আলোচনায় ১৮ বছরের গৃহযুদ্ধ বন্ধের চেষ্টা সফল হলে তা আফগানিস্তানের জন্যে ইতিবাচক হবে বলে উল্লেখ করা হয়।

XS
SM
MD
LG