অ্যাকসেসিবিলিটি লিংক

সুইডেনে অভিবাসন বিরোধী দল জনপ্রিয় হচ্ছে


People pick ballot papers at a polling station during a general election in Stockholm, Sweden, Sept. 9, 2018.
People pick ballot papers at a polling station during a general election in Stockholm, Sweden, Sept. 9, 2018.

রবিবার সুইডেনে ভোটাররা সংসদীয় নির্বাচনে ভোট দিচ্ছেন। এই নির্বাচনের ফলাফল সে দেশটি উদারপন্থী হিসেবে যে পরিচিত তা পরিবর্তন করে দিতে পারে।

অভিবাসন বিরোধী সুইডেন ডেমোক্রাটস যারা চায় ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে এবং অভিবাসন আপাতত বন্ধ করে দিতে তারা আশা করছে তারা হবে দেশের সব চাইতে বড় দল।

সুইডেন ডেমোক্রাটস এর নেতা জিমি একিসন শনিবার ভোটারদের বলেন দায়িত্বপূর্ণ অভিবাসন নীতিমালার প্রয়োজন আছে যাতে সুইডেনে তার কথায় নিশ্বাস নেওয়ার স্থান তৈরি করতে সাহায্য করবে।

ওদিকে শনিবার এক সমাবেশে প্রধানমন্ত্রী স্টেফান লোভেন সতর্ক করে দেন যে যারা বিদেশী লোকজনকে ঘৃনা করে তারা সুইডেনে সচল হচ্ছে এবং জনগণের বিরুদ্ধে জনগণকে লাগিয়ে দিচ্ছে। তিনি বলেন আমরা তা প্রতিহত করবো।

XS
SM
MD
LG