সুদানে সামরিক – বেসামরিক পরিষদের প্রধান হিসেবে শপথ নিয়েছেন সে দেশের শীর্ষ জেনারেল। নির্বাচন হওয়ার আগে পর্যন্ত ওই পরিষদ দেশ পরিচালনা করবে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনা জানিয়েছে যে জেনারেল আব্দেল ফাতাহ আল বুরহান বুধবার শপথ গ্রহণ করেন। তারপর স্বতন্ত্র পরিষদের অন্যান্য ১১ সদস্য শপথ গ্রহণ করেন।
মনোনীত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক আজই শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
বুরহান এক সামরিক পরিষদের নেতৃত্ব দিচ্ছিলেন যে পরিষদ এপ্রিল মাসে ক্ষমতা দখল করে। তার আগে সামরিক বাহিনী দীর্ঘ দিনের প্রেসিডেন্ট ওমার আল বাশিরকে ক্ষমতাচ্যুত করে। তার আগে বাশিরের ৩০ বছরের শাসনের বিরুদ্ধে জনগন ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ করে।