অ্যাকসেসিবিলিটি লিংক

সোমবার যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে মেমোরিয়াল ডে


আজ সোমবার যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে মেমোরিয়াল ডে। বিভিন্ন যুদ্ধে নিহত যুক্তরাষ্ট্রের বীরদের সম্মান জানাতে প্রতি বছর এই দিনটি পালিত হয়।

আজ সোমবার যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে মেমোরিয়াল ডে। বিভিন্ন যুদ্ধে নিহত যুক্তরাষ্ট্রের বীরদের সম্মান জানাতে প্রতি বছর এই দিনটি পালিত হয়।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জাপান সফরে থাকায় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আর্লিংটন ন্যাশনাল সেমেট্রিতে বীর সেনাদের স্মৃতিসৌধে পুস্প স্তবক অর্পন করে আনুষ্ঠানিকভাবে সম্মান প্রদর্শন করেন।

মেমোরিয়াল দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্যারেড ও স্মৃতি অনুষ্ঠানের আয়োজন রয়েছে। সেসব অনুষ্ঠানে ২৪৩ বছর ধরে যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য বিভিন্ন যুদ্ধে যে হাজার হাজার নাম না জানা বীর আত্মোৎসর্গ করেছেন তাঁদেরকে স্মরণ করা হচ্ছে।

বিভিন্ন সংঘাতে ১.১ মিলিয়ন ১১ লাখ আমেরিকান নিহত হন। তবে উনিশশ শতাব্দীতে দাসত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিনের রাজ্যগুলোয় যে গৃহযুদ্ধ হয় এককভাবে তাতে প্রায় ৫ লাখ মানুষ মারা যান। দেশের বাইরে সবচেয়ে বেশী সংখ্যক আমেরিকান মারা যান দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যার সংখ্যা ৪ লাখেরও বেশী।

প্রথমদিকে ৩০শে মে মেমোরিয়াল দিবস পালিত হলেও ১৯৭১ সালের পর থেকে দিনটি জাতীয় ছুটির দিন হয় এবং প্রতি বছর মে মাসের শেষ সোমবারটিকে মেমোরিয়াল দিবস হিসাবে পালেনর রীতি চালু হয়।

XS
SM
MD
LG