অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ৪ জন নিহত


সোমালিয়ার সরকারের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহিম মোয়ালিমু সোমালিয়ার মোগাদিশুতে আত্মঘাতী বোমা হামলায় আহত হন।১৬ জানুয়ারী ২০২২। (ছবি-এপি/ফারাহ আব্দি ওয়ারসামেহ)
সোমালিয়ার সরকারের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহিম মোয়ালিমু সোমালিয়ার মোগাদিশুতে আত্মঘাতী বোমা হামলায় আহত হন।১৬ জানুয়ারী ২০২২। (ছবি-এপি/ফারাহ আব্দি ওয়ারসামেহ)

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক আত্মঘাতী বোমা হামলায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জনের বেশি। পুলিশ জানিয়েছে মোগাদিসুর ওয়াদাজির জেলায় সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে একটি চায়ের দোকানে বিস্ফোরক জ্যাকেট পরিহিত হামলাকারী বিস্ফোরণটি ঘটায়।

ক্রেতার বেশে চায়ের দোকানে ঢুকে অপেক্ষা করছিলেন হামলাকারী। এর কিছুক্ষণ পরেই বিস্ফোরণ ঘটে বলে জানায় পুলিশ।

পুলিশের মুখপাত্র মেজর আবদিফাতাহ আদেন বলেন, হামলাকারী পূর্বপরিকল্পনা করেই চায়ের দোকানের ক্রেতাদের লক্ষ্যবস্তু বানিয়েছিল। “আহত ১৪ জনের মধ্যে চারজন মারা যান”, তিনি যোগ করেন।

জঙ্গি গোষ্ঠী আল-শাবাব তাৎক্ষণিকভাবে মঙ্গলবারের হামলার দায় স্বীকার করে।

চায়ের দোনাকনটি বোমার আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।

এই হামলার দুই ঘণ্টার ব্যবধানে একই জেলায় আরও একটি হামলা হয়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ির সঙ্গে বিস্ফোরক বেঁধে হামলাটি চালানো হয়। যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

গত রবিবার (১৬ জানুয়ারি) আরেক হামলায় সোমালিয়া সরকারের মুখপাত্র এবং সাবেক সাংবাদিক মহামেদ ইব্রাহিম মোয়ালিমু গুরুতর আহত হন। আত্মঘাতী হামলাকারী মোয়ালিমুর গাড়ির দিকে দৌড়ে গিয়ে বিস্ফোরণটি ঘটান। এই হামলায় মোয়ালিমুর হাত এবং পায়ে শ্রাপনেল ঢুকে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্যে পরে তুরস্কে নিয়ে যাওয়া হয়।

XS
SM
MD
LG