সোমালিয়ার বাইদোয়া শহরে দুটি বিস্ফোরণে অন্তত ১৫জন নিহত হয় আহত হয় ৩০জনের বেশী।
দক্ষিণ পশ্চিম রাজ্যের তথ্যমন্ত্রী উগাস হাসান আব্দি বলেছেন “বিস্ফোরক ভর্তী বেল্ট পরা দুই আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালায়।” তিনি বলেন কতজন হতাহত হয়েছে, কর্মকর্তারা এখনও তা মূল্যায়ন করছেন।
আল কায়দা সংশ্লিষ্ট আল শাবাব চরমপন্থী গ্রুপ ওই দুই আক্রমণের দায় স্বীকার করেছে। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত, আল শাবাব, বাইদোয়া নিয়ন্ত্রণ করে। ইথিওপিয়া সমর্থিত সরকারি বাহিনী তাদের সেখান থেকে বিতাড়িত করে।