অ্যাকসেসিবিলিটি লিংক

সৌরভ গাঙ্গুলী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন


সৌরভ গাঙ্গুলী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন
সৌরভ গাঙ্গুলী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি, ভারতের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গেছেন। এবারে দ্বিতীয় দফায় তাঁর শরীরে অ্যাঞ্জিওপ্লাস্টি করে আরও দুটি স্টেন্ট বসানো হয়েছে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি, ভারতের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গেছেন। এবারে দ্বিতীয় দফায় তাঁর শরীরে অ্যাঞ্জিওপ্লাস্টি করে আরও দুটি স্টেন্ট বসানো হয়েছে।

এর আগের বার যখন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন কথা ছিল আর তিন-চার সপ্তাহের মধ্যেই আরও দুটি স্টেন্ট বসাতে হবে। ঠিক সেটাই হলো। গত ২ তারিখ অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ৭ তারিখ ছাড়া পান। তার মধ্যে জরুরি ভিত্তিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে তাঁর শরীরে একটি স্টেন্ট বসানো হয়। বাকি দুটির জন্য একটু সময় দেওয়া হয়। কিন্তু তারপর মাস শেষ না হতেই সৌরভ আবার বুকে ব্যথা অনুভব করেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। এবারে প্রখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠী ও ডক্টর অশ্বিন মেহতার তত্ত্বাবধানে তাঁর শরীরে এই স্টেন্ট দুটি বসানো হয়।

আজ যখন তিনি হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে ওঠেন, হেঁটেই আসেন। সমবেত জনতা তাঁকে দেখে অভিনন্দন জানায়। গতবারে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি অবশ্য অপেক্ষমান লোকেদের সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু এবারে আর কথা বলেননি। ডাক্তাররা বলেছেন, আর দু-তিন দিন পর থেকেই তিনি মোটামুটি স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। তবে আরও দু-তিন মাস তাঁকে খুবই সাবধানে থাকতে হবে এবং নিয়মিত চেকআপ করা, ওষুধপত্র খাওয়া, ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখা, এইসব নিয়ম মেনে চলতে হবে। তবে ডাক্তাররা ভরসা দিয়ে বলেছেন, সৌরভ গাঙ্গুলীর হৃদযন্ত্র একদম ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:01:27 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG