গত রাতে হাওয়াইএ এর কিলাউয়া আগ্নেয়গিরি থেকে যে লাভার স্রোত নেমে আসে তাতে শত শত বাড়ী ঘর ধ্বংস হয়ে যায়। হাওয়াই কাউন্টির মেয়র হ্যারি কিম এর বাড়িও তাতে ধ্বংস হয়ে যায়।
অগ্নুৎপাতের কারণে বেশ কয়েক সপ্তাহ আগে সাগরের কাছে বসবাসকারীদের অন্যত্র সরে যেতে বলা হয়েছিল এবং সে কারণে কেউ আহত হয়নি। কর্মকর্তারা সেখানকার বাসিন্দাদের সতর্ক করে দিচ্ছেন আগ্নেয়গিরি থেকে উদগীরণ হওয়া ছাই চোখ ও ফুসফুসে সমস্যা সৃষ্টি করতে পারে।