অ্যাকসেসিবিলিটি লিংক

হাসপাতালে মনমোহন সিং, দ্রুত আরোগ্য কামনা করলেন মোদী


একটি অনুষ্ঠানে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে করমর্দন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী- ফাইল ফটো- এপি
একটি অনুষ্ঠানে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে করমর্দন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী- ফাইল ফটো- এপি

ভরতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে দেশের রাজনৈতিক মহলে। পূর্বসূরীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, "আমি ডঃ মনমোহন সিংয়ের শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করছি।"

জ্বর এবং শারীরিক দুর্বলতা নিয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন মনমোহন সিং। দিল্লির এইমস হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত স্থিতিশীল প্রাক্তন প্রধানমন্ত্রী। কংগ্রেসের তরফেও জানানো হয়েছে উদ্বেগের কারণ নেই।

এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মালব্য এইমসে গিয়ে দেখা করেছেন মনমোহন সিংয়ের সঙ্গে। খোঁজখবর নিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতার শারীরিক অবস্থার। এইমসে ডঃ নীতিশ নায়েকের তত্ত্বাবধানে চিকিৎসকরা দেখভাল করছেন ৮৯ বছর বয়সি প্রাক্তন প্রধানমন্ত্রীর। এর আগে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনমোহন সিং।

XS
SM
MD
LG