অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানি ড্রোন ভূপাতিত করার যে দাবি যুক্তরাষ্ট্র করেছে, ইরান তা প্রত্যাখ্যান করেছে


Path of U.S. Global Hawk surveillance drone over the Strait of Hormuz
Path of U.S. Global Hawk surveillance drone over the Strait of Hormuz

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন যে তাদের কাছে সুস্পষ্ট তথ্য প্রমাণ আছে যে হরমুজ প্রণালীতে তাদের রণতরী থেকে ইরানি একটি ড্রোন ভূপাতিত করা হয়।

কিন্তু ইরান শুক্রবার বলেছে তাদের কোনো ড্রোনই খোয়া যায়নি। হরমুজ প্রণালীতে রণতরী থেকে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার যে দাবি যুক্তরাষ্ট্র করেছে, ইরান তা প্রত্যাখ্যান করেছে।

শুক্রবার ইরানের উপ-পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি টুইটারে লিখেছেন “হরমুজ প্রণালী কিংবা অন্য কোথাও আমরা কোনো ড্রোন হারাইনি। আমেরিকান রণতরী ভুল করে তাদেরই কোনো ড্রোন ধ্বংস করে ফেলেছে কিনা, তা নিয়ে আমি উদ্বিগ্ন,”

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানি একটি ড্রোন ইউএসএস বক্সারের ১ হাজার গজের মধ্যে উড়ে এসে হুমকি দেয়ায় সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করেছিলেন।

ওয়াশিংটনের ওই দাবির পর ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ বলেন ‘এখন পর্যন্ত কোনো ড্রোন হারানোর খবর আমি পাইনি।

XS
SM
MD
LG