অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা পরীক্ষার নামে কলকাতায় প্রতারণা চলছে


করোনা পরীক্ষার নামে কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রতারণা চক্র চালাচ্ছে একদল অসাধু ব্যবসায়ী। না বুঝেই তাঁদের ফাঁদে পা দিচ্ছেন সাধারণ মানুষ।

করোনা পরীক্ষার নামে কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রতারণা চক্র চালাচ্ছে একদল অসাধু ব্যবসায়ী। না বুঝেই তাঁদের ফাঁদে পা দিচ্ছেন সাধারণ মানুষ।

পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন থেকে এবিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে সতর্ক করে বললেন, “কোনওভাবেই বৈধ কাগজপত্র ছাড়া কোনও এজেন্টের কথায় বিশ্বাস করবেন না।”

পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন থেকে করোনা পরিস্থিতি নিয়ে একাধিক তথ্য দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান রাজ্যের বর্তমান অবস্থা। এরপরই করোনা পরীক্ষার নামে প্রতারণা করছে যে চক্রগুলি তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বৈধ কাগজ পত্র ছাড়া কেউ যদি নিজেকে কোনও ল্যবরেটরি অথবা হাসপাতালের এজেন্ট বলে দাবি করে নমুনা সংগ্রহের চেষ্টা করেন বা টাকা চান, সেক্ষেত্রে সর্তকভাবে সকলকে পদক্ষেপ নিতে বলেন তিনি। “স্রেফ আতঙ্কের কারণে কোনওভাবেই কেউ প্রতারণা চক্রে পা দেবেন না”, বার বার রাজ্যবাসীর উদ্দেশ্যে একথাই বলেছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শও দেন তিনি।

please wait

No media source currently available

0:00 0:01:19 0:00


XS
SM
MD
LG