অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা শহরাঞ্চলে ৬৬ শতাংশ মানুষের কাজ কেড়ে নিয়েছে


Corona BD
Corona BD

করোনা ভাইরাস তামাম দুনিয়াকে তছনছ করে দিয়েছে। ভেঙ্গে পড়েছে অর্থনীতি। লাখ লাখ মানুষ চাকরিহারা হয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট বলছে, বাংলাদেশের শহরাঞ্চলে ৬৬ শতাংশ মানুষ কাজহারা হয়েছেন।

করোনা ভাইরাস তামাম দুনিয়াকে তছনছ করে দিয়েছে। ভেঙ্গে পড়েছে অর্থনীতি। লাখ লাখ মানুষ চাকরিহারা হয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট বলছে, বাংলাদেশের শহরাঞ্চলে ৬৬ শতাংশ মানুষ কাজহারা হয়েছেন। প্রভাব পড়েছে গ্রামেও। গ্রামাঞ্চলে ৪১ শতাংশ মানুষ এখন বেকার। শুধুমাত্র রাজধানী ঢাকাতেই ৭৪ শতাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ঢাকা বিভাগে কর্মচ্যুত হয়েছেন ৪৫ শতাংশ মানুষ।

সমীক্ষায় দেখা যায়, গ্রামাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি মানুষ বরিশাল বিভাগে কর্মহীন হয়েছেন। চট্টগ্রামে ৪৪ শতাংশ, খুলনায় ৩৯ শতাংশ, রাজশাহীতে ৩৫ শতাংশ, রংপুরে ৩৭ শতাংশ এবং সিলেট বিভাগে ৩৯ শতাংশ মানুষের কোনো কাজ নেই। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, অক্সফোর্ডের সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে। তারা মহামারি শুরুর সময় বলেছিল, বাংলাদেশে অন্তত ৫ লাখ মানুষের মৃত্যু হবে। চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টায় এমন পরিস্থিতি হয়নি। মৃত্যুও কম হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় পরিস্থিতির উপর নজর রেখেছেন। নানা নির্দেশনা দিয়েছেন। টিকা নিয়েও কোন সমস্যা হবে না। সময়মত টিকা আসবে বাংলাদেশে। মন্ত্রী অবশ্য আসন্ন শীতে করোনার দাপট আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন। বলেন, সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।

ওদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ১৬১ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৫ জন। সবমিলিয়ে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জন। পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, শনাক্তের চেয়ে সুস্থতার হার বেড়েছে। এ পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার ৪৯১ জন সুস্থ হয়েছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:01:42 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG