অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের উহানে আবারও কভিড-১৯ সংক্রমণ


উহান বায়োসেফটি ল্যাবরেটরির পরিচালক ইয়ুয়ান ঝিমিং সংবাদ সম্মেলনে কথা বলছেন। ফাইল ফটো- এপি
উহান বায়োসেফটি ল্যাবরেটরির পরিচালক ইয়ুয়ান ঝিমিং সংবাদ সম্মেলনে কথা বলছেন। ফাইল ফটো- এপি

চীনের উহান শহরে এক বছরেরও বেশি সময় আগে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। সম্প্রতি শহরটিতে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এক চীনা কর্মকর্তা বলেছেন উহান শহরের সব অধিবাসীর কভিড-১৯ পরীক্ষা করাতে হবে।

চীনের উহান শহরে এক বছরেরও বেশি সময় আগে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। সম্প্রতি শহরটিতে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এক চীনা কর্মকর্তা বলেছেন উহান শহরের সব অধিবাসীর কভিড-১৯ পরীক্ষা করাতে হবে। নগর কর্মকর্তা লি তাও মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সোমবার উহানে অন্তত ৩ জনের নতুন করে করোনায় আক্রান্ত হবার খবর পাওয়া যায়। দেশব্যাপী নতুন করে আক্রান্ত হন ৯০ জন।

২০১৯ সালের শেষ দিকে উহানে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। ২০২০ সালের জানুয়ারীতে ১১ লাখ মানুষের এই শহরটিকে ৭৬ দিনের লক ডাউনে রাখা হয়।

(এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া)

XS
SM
MD
LG