অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রাণহানি বৃদ্ধিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্বেগ


জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রাণহানি বৃদ্ধিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্বেগ
জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রাণহানি বৃদ্ধিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্বেগ

বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের প্রাণহানির সংখ্যা বৃদ্ধি এবং তাদের বহুমাত্রিক ও জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের প্রাণহানির সংখ্যা বৃদ্ধি এবং তাদের বহুমাত্রিক ও জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিশ্বশান্তি নিশ্চিত করা অতীতের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জের। তিনি বলেন, সম্প্রতি শান্তিরক্ষীদের প্রাণহানির সংখ্যা বেড়ে গেছে। এক্ষেত্রে এ যাবতকালে বাংলাদেশী শান্তিরক্ষীদের ১৫৮ জন প্রাণোৎসর্গ করেছেন এবং ২৩৭ জন আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত বহুজাতিক অনুশীলন ’শান্তির অগ্রসেনা’র সমাপণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাসিনা একথা বলেন।

অনুশীলনে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা এবং ভুটানের সেনাবাহিনীর ১২৩ জন সদস্য অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষীদের বহুমাত্রিক এবং জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।

করোনার মতো অদৃশ্য শক্তির আর্বিভাব, প্রযুক্তির দ্রুত প্রসার এবং সময়ের অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে নতুন নতুন হুমকিরও সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ৭ হাজারের বেশি বাংলাদেশী জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে মোতায়েন রয়েছেন। আর এখন পর্যন্ত ১ হাজার ৮শ’ নারী শান্তিরক্ষীসহ ১ লাখ ৭৫ হাজারের বেশি বাংলাদেশী শান্তিরক্ষী ৪০টি দেশের ৫৪টি মিশনে অংশ নিয়েছেন। ....ঢাকা থেকে আমীর খসরু


XS
SM
MD
LG