অ্যাকসেসিবিলিটি লিংক

পোল্যান্ডের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপ বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন


আফগানিস্তানে চলমান সংকট সম্পর্কে ভার্চুয়াল জি-7 বৈঠকের পর, ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিল ভবনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন। ২৪ আগস্ট ২০২১।(ছবি-এপি/ফ্র্যান্সিস্কো সেকো)
আফগানিস্তানে চলমান সংকট সম্পর্কে ভার্চুয়াল জি-7 বৈঠকের পর, ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিল ভবনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন। ২৪ আগস্ট ২০২১।(ছবি-এপি/ফ্র্যান্সিস্কো সেকো)

মঙ্গলবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বলেছেন পোল্যান্ডের সাংবিধানিক আদালত ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)‘র আইনের প্রাধান্যকে চ্যালেঞ্জ করার পর এর জবাবে ইউরোপীয় কমিশন সম্ভাব্য আইনি এবং আর্থিক পদক্ষেপ নেয়ার বিবেচনা করছে।

স্ট্রাসবার্গে ইইউ আইন প্রণেতাদের বৈঠকে এক বক্তৃতা দেয়ার সময় ভন ডের লেয়েন বলেন, এই মাসের শুরুর দিকে পোলিশ আদালতের রায় "ইইউর ঐক্যের প্রতি সরাসরি চ্যালেঞ্জ"।

তিনি বলেন, "আমরা আমাদের অভিন্ন মূল্যবোধকে ঝুঁকিতে ফেলতে পারি না, আমরা তা করবো না।"

পোল্যান্ডের সর্বোচ্চ আদালতের বিচারকরা রায় দিয়েছেন যে জাতীয় সংবিধানের প্রাধান্য ইইউ আইনের উপরে রয়েছে।

পোল্যান্ডের সঙ্গে ইউর ক্রমবর্ধমান উত্তেজনা এমন জল্পনার জন্ম দিয়েছে যে পোল্যান্ড, যারা ২০০৪ সালে এই সংস্থায় যোগ দিয়েছিল তারা নিজেদের প্রত্যাহার করে নিতে পারে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউইয়েচকি মঙ্গলবার বলেন যে যদিও তার দেশ কোন রকম চাপের শিকার হবে না তবুও তারা ইইউ চুক্তি মেনে চলে এবং এই বিষয়ে একটি গঠনমূলক সংলাপের আশা করে।

(এই প্রতিবেদনের কিছু তথ্য এপি,এএফপি ও রয়টার্স থেকে নেয়া হয়েছে।)

XS
SM
MD
LG