অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্প জি সেভেন সম্মেলনে যোগ দেওয়ার জন্য ফ্রান্সের বিয়ারিটজে পৌছে গেছেন


US President Donald Trump (L) sits to lunch with French President Emmanuel Macron at the Hotel du Palais in Biarritz, south-west France on August 24, 2019, on the first day of the annual G7 Summit attended by the leaders of the world's seven richest democ
US President Donald Trump (L) sits to lunch with French President Emmanuel Macron at the Hotel du Palais in Biarritz, south-west France on August 24, 2019, on the first day of the annual G7 Summit attended by the leaders of the world's seven richest democ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফ্রান্সের বিয়ারিটজে পৌছে গেছেন। তিনি সেখানে জি সেভেন বৈঠকে যোগ দেবেন।

সেখানে পৌছোনর পরপরই ট্রাম্প ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্ন ভোজে যোগ দেন। দুই নেতা একযোগে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন। তারা বায়ু পরিবর্তন, সিরিয় উততর কোরিয়া , ইউক্রেন এবং ইরানসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

France G7 Summit
France G7 Summit

ওদিকে ফ্রান্সে, গ্রুপ অব সেভেন (জি-৭)এর সম্মেলনের আগেই, ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক বলেছেন গত বছরে তারা বুঝতে পেরেছেন যে অভিন্ন মতাদর্শ খুঁজে পাওয়া ক্রমান্বয়ে কঠিন হয়ে পড়ছে। বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা জি-৭ এর প্রেসিডেন্ট শনিবার সদস্য দেশগুলো যে সব সমস্যার সম্মুখীন হচ্ছে সে বিষয়ে বক্তব্য রাখেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়াকে জি-৭ এ আবার অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব দিয়েছেন, তিনি বলেন তারা কোন শর্তেই তাতে রাজী হবেন না।

টাস্ক আরও বলেন, কোন চুক্তি ছাড়া ব্রেক্সিট বিষয়ে জি সেভেন ব্রিটেনের সঙ্গে কোন ভাবেই সহযোগিতা করবে না। তিনি সতর্ক করে দেন যে তাদের মধ্যে যে আস্থা আছে, বাণিজ্য যুদ্ধ তা দুর্বল করে দেবে।

জি-৭ এর সদস্য দেশগুলো - যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান ও যুক্তরাজ্য শনিবার, রবিবার ও সোমবার ফ্রান্সের বিয়ারিটজে তাদের বার্ষিক শীর্ষ সম্মেলন করছে।

XS
SM
MD
LG