অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী - বিশ্ব স্বাস্থ্য সংস্থা


বাংলাদেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী
বাংলাদেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাবলুএইচও এর দেয়া তথ্যে বাংলাদেশে করোনা সংক্রমণের ক্ষেত্রে দৈনিক নতুন রোগী শনাক্তের সংখ্যার আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাবলুএইচও এর দেয়া তথ্যে বাংলাদেশে করোনা সংক্রমণের ক্ষেত্রে দৈনিক নতুন রোগী শনাক্তের সংখ্যার আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থাটি বুধবার সবচেয়ে বেশি নতুন রোগী বেড়েছে বিশ্বের এমন শীর্ষ ১২টি দেশের যে তালিকা প্রকাশ করেছে তাতে বাংলাদেশের নামও রয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

বাংলাদেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী
বাংলাদেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী

আগস্ট মাসের প্রথম সপ্তাহে স্বল্পসংখ্যক নমুনা পরীক্ষার কারনে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা কমে যাওয়ায় করোনা সংক্রমণের ক্ষেত্রে প্রথম সারির দেশগুলোর তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ পড়ে যায়। করোনার বিস্তারের ঊর্ধ্বমুখী প্রবণতা যে সকল দেশে দেখা যাচ্ছে তাদের সর্বশেষ যে তালিকা সংস্থাটি প্রকাশ করেছে তাতে বাংলাদেশের অবস্থান ১২ তম স্থানে রয়েছে। বাংলাদেশে বর্তমানে দৈনিক ১২/১৩ হাজার নমুনা পরীক্ষার ফলে করোনা রোগী শনাক্তের সংখ্যাও আগস্টের প্রথম সপ্তাহের তুলনায় বেড়েছে।

বাংলাদেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী
বাংলাদেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী

তবে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় দাবী করেছেন দেশে করোনা সংক্রমণ কমে এসেছ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য বলছেন নমুনা পরীক্ষা দৈনিক ২৫/৩০ হাজারে উন্নীত করলে বাংলাদেশের করোনা পরিস্থিতির সার্বিক একটা চিত্র মিলতে পারে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় ৪৪ জন করোনা রোগী মারা গেছেন এবং ১৩, ১৬২ টি নমুনা পরীক্ষা করে ২৬১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মারা গেলেন মোট ৩৫৫৭ জন এবং সংক্রমিত হয়েছেন মোট ২৬৯, ১১৫ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এযাবৎ ১৫৪, ৮৭১ জন রোগী সুস্থ হয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:02:15 0:00
সরাসরি লিংক



XS
SM
MD
LG