অ্যাকসেসিবিলিটি লিংক

যৌথবাহিনীর সঙ্গে এনকাউন্টারে কম্যান্ডার-সহ তিন মাওবাদী নিহত


যৌথবাহিনীর সঙ্গে এনকাউন্টারে কম্যান্ডার-সহ তিন মাওবাদী নিহত
যৌথবাহিনীর সঙ্গে এনকাউন্টারে কম্যান্ডার-সহ তিন মাওবাদী নিহত

মাওবাদী দমনে বড়সড় সাফল্য মিলল পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহারে। গয়ার বারাচাট্টির জঙ্গলে এনকাউন্টারে খতম এক শীর্ষ মাও কম্যান্ডার-সহ মোট তিন মাওবাদী। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও।

মাওবাদী দমনে বড়সড় সাফল্য মিলল পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহারে। গয়ার বারাচাট্টির জঙ্গলে এনকাউন্টারে খতম এক শীর্ষ মাও কম্যান্ডার-সহ মোট তিন মাওবাদী। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও।

মাওবাদী ডেরার খবর পেয়ে শনিবার মধ্যরাতে গয়ার মাথুরি গ্রাম সংলগ্ন বারাচাট্টি জঙ্গলে হানা দেয় যৌথবাহিনী। এনকাউন্টার শুরু হয়। বিহার পুলিশ ও কোবরা ব্যাটেলিয়ান যৌথবাহিনীর সঙ্গে মাওবাদিদের গুলির লড়াই চলে দীর্ঘক্ষণ। আজ রবিবার ভোররাত অবধি গুলির শব্দ শোনা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

গুলির লড়াই শেষে এদিন ভোররাতে জঙ্গল এলাকায় তল্লাশি করে যৌথবাহিনী। যৌথবাহিনীর তল্লাশি চলাকালীন এক জোনাল কম্যান্ডার-সহ তিন জনের দেহ উদ্ধার হয়। মাওবাদী জোনাল কম্যান্ডারের নাম অলোক যাদব। তার উপর বেশকিছুদিন ধরেই নজর রাখছিল পুলিশ। বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি। তাদের কাছ থেকে একটি ইনসাস রাইফেল ও একটি একে-৪৭ উদ্ধার করে যৌথবাহি্নী। শেষ পাওয়া খবর অনুযায়ী, তল্লাশি অভিযান চলছে বলেই খবর।

please wait

No media source currently available

0:00 0:01:14 0:00


XS
SM
MD
LG